Home » লক ডাউন এবং বৃষ্টির যুগলবন্দিতে বন্‌ধের চেহারা রাজ্যে

লক ডাউন এবং বৃষ্টির যুগলবন্দিতে বন্‌ধের চেহারা রাজ্যে

ডিজিটাল ডেস্ক, হাকীকত নিউজ, কোলকাতা : বৃহস্পতিবারের লকডাউনে চলছে কড়া নজরদারি। চলছে মাইকে প্রচার। রাস্তায় গাড়ি আটকে চেকিং করছে পুলিস। কী কারণে রাস্তায় বেরিয়েছেন, তাও জিজ্ঞাসা করছে পুলিস।বৃহস্পতিবার সাপ্তাহিক লকডাউন। একে লকডাউন, তার উপর সকাল থেকে নাগাড়ে বৃষ্টি। এই দুয়ের যুগলবন্দিতে বৃহস্পতিবার কার্যত বন্ধের চেহারা রাজ্য জুড়ে। আগামী কালও লকডাউনের বিধি-নিষেধ জারি থাকবে। এ দিন ভোর ৬টা থেকেই পুলিশের কড়া নজরদারি রয়েছে জেলায় জেলায়। কলকাতার রাস্তায় চলছে নাকা চেকিং। বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বেরোলেই চলছে ধড়পাকড়।

 

বৃহস্পতিবারের লকডাউনে চলছে কড়া নজরদারি
বৃহস্পতিবারের লকডাউনে চলছে কড়া নজরদারি